সপ্তম দফায় ৩৪ আসনে ভোট -নজরে কারা দেখে নিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কাল আরও একদফার নির্বাচন। গোটা বাংলার নজর থাকবে যাঁদের দিকে তাঁদের একঝলক দেখে নেওয়া যাক।
নির্বাচনী যুদ্ধে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়,শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম,ফুয়াদ হালিম,মলয় ঘটক, রুদ্রনীল ঘোষ,অগ্নিমিত্রা পল, ঐশী ঘোষ ও সায়নী ঘোষ প্রমুখরা। ৫টি জেলার ৩৪টি আসনে ভোট হবে সপ্তম দফায়। পুরনো নতুন মিলিয়ে মোট ২৩৪ জন রয়েছেন ভাগ্যপরীক্ষায়। নজর থাকবে এর মধ্যে বিশেষ কয়েকজনের দিকে।
বঙ্গ রাজনীতিতে সুবর্ণজয়ন্তীতে পা রাখতে চলেছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। বালিগঞ্জ কেন্দ্রে এবার তাঁর বিরুদ্ধে সিপিআই-এম প্রার্থী ফুয়াদ হালিম রয়েছেন। লড়াই এখানে হাড্ডাহাড্ডি হতে চলেছে। করোনা যুদ্ধে আক্রান্ত হয়ে সেরে উঠেই প্লাজমা দান করে নজরে তিনিও। বালিগঞ্জে ভোট যুদ্ধ ঘিরে সবার নজর থাকবে।
নজর থাকবে ভবানীপুরের দিকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র হিসাবে পরিচিত ভবানীপুর। তৃণমূল নেত্রী নিজে এই কেন্দ্রে না দাঁড়ালেও, তাঁর হয়ে লড়ছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কাজের মানুষ ও দক্ষিণ কলকাতার বাসিন্দা হিসাবে তাঁর জনপ্রিয়তা রয়েছে। এখানে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা রুদ্রনীল সফল হতে পারেন কিনা সেটাই দেখার। কে শেষ হাসি হাসবেন তা দেখতে আগ্রহ থাকবে। এই দফায় ভাগ্য পরীক্ষা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরও। এবার জিততে পারলে কলকাতা বন্দর এলাকায় জয়ের হ্যাট্রিক করবেন তিনি।
আসানসোল উত্তরে এবার তৃতীয় বারের জন্য প্রার্থী রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক। এবার জিতলে হ্যাট্রিক হবে তাঁরও। নজরে থাকবে আসানসোল দক্ষিণেও। তৃণমূলে যোগ দিয়ে টিকিট পেয়েছেন সায়নী ঘোষ। তিনি প্রচারে ঝড়ও তুলেছেন। সায়নীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। এখানে তারকা যুদ্ধ বলা চলে।
বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন বালুরঘাট আসন থেকে। তিনি সাফল্য পান কিনা তা দেখতে বাংলার মানুষ অপেক্ষায়। পাণ্ডবেশ্বর কেন্দ্রটিও নজরে থাকবে। নিয়েও। এখানে প্রার্থী জীতেন্দ্র তিওয়ারি। তৃণমূল ছেড়ে বিজেপি প্রার্থী হয়ে লড়ছেন তিনি। অন্যদিকে জামুরিয়ার মাটিতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে এসে ঐশী ষোষ ভোট যুদ্ধে লড়ছেন। এই কেন্দ্রের দিকেও নজর থাকবে সাধারণ মানুষের।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

