অমিতাভের সুস্থতা কামনায় গোটা দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অমিতাভ বচ্চনের জন্য লক্ষ লক্ষ তাঁর ভক্ত প্রার্থনা করছেন দ্রুত আরোগ্য লাভের জন্য। হেমা মালিনী লিখেছেন- ‘অমিতজি আমি আপনার জন্য প্রার্থনা করছি’। সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেকের কোভিড টেস্ট পজিটিভ এসেছে। শনিবার তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার সকালে হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁদের দুজনের অবস্থা স্থিতিশীল এবং তাঁদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল।
টুইটারে ৭৭ বছর বয়সী বিগ-বি নিজেই তাঁর করোনার সংক্রমণের কথা জানিয়েছেন। এরপরে তাঁর বন্ধু, পরিজন এবং ভক্তরা তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অমিতাভের সাথে সেরা ছবিটি করা ধর্মেন্দ্র তাঁর ফার্ম হাউস থেকে টুইট করে অমিতাভকে উৎসাহিত করেন। তিনি লিখেছেন – অমিত, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন টুইট করে বলেছেন, “প্রিয় অমিতাভ জি, পুরো দেশটির সাথে সাথে, আমি আপনাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছি। আপনি দেশের লক্ষ লক্ষ মানুষের রোল মডেল। আইকনিক সুপারস্টারস। আমরা আপনাকে ভাল যত্ন নেব। সুস্থ হবেন শীঘ্রই। শুভকামনা”।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন – “মিঃ অমিতাভ বচ্চনকে করোনার টেস্ট পজিটিভ পাওয়া গেছে বলে খবরে আমি গভীরভাবে দুঃখিত। আমি তাঁর দ্রুত আরোগ্য লাভের কামনা করছি”। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস তাঁর টুইটে লিখেছেন, “আমরা সকলেই প্রার্থনা করি যে আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন”। একইভাবে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন, এনসিপি নেতা সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেেন সহ অনেক রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা বিগ-বি-র দ্রুত সুস্থতা কামনা করেছেন।
পাশাপাশি কলকাতায় অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় যোগ্য করলেন তাঁর ভক্তরা। রবিবারে ছুটির দিনে উত্তর কলকাতায় শ্যামবাজার এলাকায় একটি শিব মন্দিরে এলাকাবাসীরা এই যোগ্য করেছেন বলে খবর।

