Women Soldiers-1Others 

হজে নিরাপত্তার দায়িত্বে এবার মহিলা রক্ষী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হজে মহিলা রক্ষী। সূত্রের খবর, এই প্রথম হজের সময় মক্কার নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন কয়েকজন মহিলা সেনা। সূত্রের আরও খবর, গত এপ্রিল থেকে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই মহিলা সেনারা নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অংশ হয়ে উঠেছেন। এক্ষেত্রে আরও জানা যায়, ঢিলেঢালা খাকি পোশাক ও হিজাব পরেই মসজিদের নিরাপত্তা পালন করছেন মহিলা সেনারা।

Related posts

Leave a Comment