অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড বিশ্বকাপ ফাইনালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওয়েস্টইন্ডিজকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড বিশ্বকাপ ফাইনালে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে জয় পেল ১৫৭ রানে। এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিউজিল্যান্ডে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এটি অষ্টম জয়। ওয়েস্টইন্ডিজ এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে।
বৃষ্টির কারণে ম্যাচটি ৪৫ ওভার করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি ১০৭ বলে ১২৯ রান করেছেন। রেচেল হেন্স ৮৫ রান করেন। প্রথম উইকেটে ২১৬ রানের পার্টনারশিপ হয়। শেষ ওভারে বেথ মুনি ৩১ বলে ৪৩ রান করে দলের রান ৩০০ স্কোরে পৌঁছে দিয়েছেন।

