ই-বিধান প্রজেক্টের অধীনে অরুণাচলপ্রদেশ হচ্ছে কাগজবিহীন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাগজবিহীন বিধানসভা হতে চলেছে অরুণাচলপ্রদেশ। কাগজ ব্যবহারের প্রচলন সম্পূর্ণ উঠে যাচ্ছে এই বিধানসভায়। ই-বিধান প্রজেক্টের অধীনে অরুণাচলপ্রদেশ বিধানসভাকে কাগজবিহীন করে তোলার প্রচেষ্টা চলছে। সরকারি সূত্রের খবর, কাগজবিহীনভাবে বিধানসভার কাজকর্ম চালানোর লক্ষ্যে ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) সব প্রস্তুতি সম্পন্ন করে নিয়েছে। আসন্ন বাজেট অধিবেশন থেকে এই প্রক্রিয়া শুরু হবে। ই-বিধান প্রজেক্ট শুরু হওয়ার পর বিধানসভা সম্পর্কিত সব তথ্য কম্পিউটার, ট্যাবলেট ও ল্যাপটপ প্রভৃতিতে থাকবে। বিধানসভার সদস্যরাও ট্যাবলেট ও ল্যাপটপ ব্যবহার করবেন। তাঁদের সংগ্রহে থাকা ট্যাবলেট ও ল্যাপটপে বিধানসভার যাবতীয় তথ্য তোলা থাকবে। পাশাপাশি প্রশ্নোত্তর-সহ সব ধরনের নথিও তোলা থাকবে সেখানে। অরুণাচলপ্রদেশ বিধানসভা সচিবালয়ে ই-বিধান প্রজেক্টের কাজ চলছে।