এভারেস্ট বেসক্যাম্পের কাছে ফ্যাশন শো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ভারত-নেপালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিকূল পরিবেশেই ফ্যাশন শো। সেখানে তাপমাত্রা মাইনাস ১৯ ডিগ্রি। বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায় নেই বলা চলে। এভারেস্ট বেসক্যাম্পের সামান্য দূরত্বে ফ্যাশন শো-য়ের আয়োজন করে ভারত-নেপাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললো। একদিকে বিশ্বরেকর্ড গড়া এবং অন্যদিকে পরিবেশ রক্ষা করার বার্তা দিতেই এই আয়োজন। জানা গিয়েছে, দুই দেশের যৌথ একটি বেসরকারি কোম্পানি নেপাল ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় এই ফ্যাশন শো-র আয়োজন হয়। ১০টি দেশের ১৮ জন মডেল। ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পঙ্কজ গুপ্তা জানিয়েছেন, পরিবেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। সেই বার্তা দিতেই গত অক্টোবর থেকে তাঁরা এরকম একটি শোয়ের পরিকল্পনা করছিলেন। আয়োজক সূত্রের খবর, গত ১৪ জানুয়ারি বিশ্বের ১৮ জন মডেলকে নিয়ে কাঠমাণ্ডু থেকে যাত্রা শুরু করেছিলেন। ইতালি, বসনিয়া, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইংল্যান্ড, জাম্বিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর এবং নেপালের মোট ১৮ জন মডেল রেম্পে হাঁটেন। তবে ভারতীয় মডেলদের আবেদন জানানো হলেও তাঁরা আগ্রহ প্রকাশ করেনি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।