“এমটিপি সংশোধনী বিল- ২০২০” আসন্ন বাজেট অধিবেশনে পেশ হবে সংসদে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইনিভাবে গর্ভপাতের সময়সীমা ৪ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এর আগে ১৯৭১ সালের “মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন” অনুযায়ী ভ্রৃণের বয়স ২০ সপ্তাহ পেরোলেই গর্ভপাত নিষিদ্ধ ছিল। ২৯ জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা এবার সেই সময়সীমাই বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার পর প্রস্তাবিত “এমটিপি সংশোধনী বিল- ২০২০” এরপর আসন্ন বাজেট অধিবেশনে পেশ করা হবে সংসদে। তবে প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) বিবৃতি অনুযায়ী জানানো হয়েছে, আইনি গর্ভপাতের বর্ধিত সময়সীমা শুধুমাত্র ধর্ষিতা, নাবালিকা বা বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সেক্ষেত্রে সাধারণ কোন মহিলার ভ্রৃণে গঠনগত ক্রটির ক্ষেত্রে গর্ভপাতের বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে কি না, ধোঁয়াশা থাকছে তা নিয়ে। পিআইবি বিবৃতি অনুযায়ী জানা গিয়েছে, মেডিক্যাল বোর্ড কোনও ভ্রৃণে গঠনগত ক্রটি পেলে সেক্ষেত্রে অবশ্য গর্ভপাতের বর্ধিত সময়সীমা প্রযোজ্য নয়। ২৯ জানুয়ারি প্রকাশ্যে আসা ক্যাবিনেট নোটে এ বিষয়ে বলা হয়েছে, এমটিপি সংশোধনী আইনে উল্লিখিত কিছু বিশেষ ক্ষেত্রে নিরাপদ আইনি গর্ভপাতের সুবিধা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ পর্যন্ত করা হচ্ছে। ধর্ষিতা, নাবালিকা ও বিশেষ ক্ষমতাসম্পন্ন-সহ বিশেষ এই ক্ষেত্রে আর কারা থাকবেন, তা সুস্পষ্ট করা হবে সংশোধনী আইনে।

Related posts

Leave a Comment