“ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার” রানি রামপাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার” হলেন রানি রামপাল। ২০ দিন ধরে তাঁর ভক্তরা ভোট দিয়েছেন। সেই বিচারে রানি সেরা অ্যাথলিট বিবেচিত হয়েছেন। হকির এই সম্মান ইতিপূর্বে আর কেউ পাইনি। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ভোট পেলেন রানি রামপাল। ১৫ বছর বয়স থেকে তিনি জাতীয় টিমে খেলছেন। দেশের হয়ে ২৪০টি ম্যাচ খেলেছেন। মহিলা হকি টিমের অধিনায়ক রামপাল জানালেন, হকি দুনিয়াকে আমি এই সম্মান উৎসর্গ করছি। আমার সতীর্থ, কোচ, কর্তা ও সমর্থকরা ছাড়া এই সম্মান পাওয়া সম্ভব ছিল না।