কর্নাটকের ফল বিক্রেতা হরেকলা হাজাব্বা-র “পদ্মশ্রী” প্রাপ্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পদ্মশ্রী সম্মান পেলেন কর্নাটকের এক ফল বিক্রেতা। ভারতের ৭১-তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই স্বীকৃতি পেলেন ৬৪ বছর বয়সী ফল বিক্রেতা হরেকলা হাজাব্বা। তিনি ম্যাঙ্গালুরুর এক বাজারে ফল বিক্রি করেন। সামান্য রোজগারের মধ্যেই এক দশক ধরে নিজের গ্রামের বহু ছেলে-মেয়েদের পড়াশুনা শেখানোর বন্দোবস্ত করে আসছেন। পড়াশোনা না শিখলে কারও সামনের দিকে এগনো সম্ভব নয়, এই উপলব্ধি থেকেই তাঁর এই উদ্যোগ। ২০০০ সালে কচি-কাঁচাদের জন্য গ্রামের একটি মসজিদে স্কুল খুলেছিলেন। এর আগে ওই গ্রামে কোনও স্কুল ছিল না। এমনকী পড়ুয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় ওই স্কুল বাড়ানোর জন্য আলাদা জমিও কিনেছেন। এরপরই গ্রাম প্রশাসন এবং অনেক স-হৃদয় মানুষকে হরেকলা পাশে পেয়েছেন। পদ্মশ্রী সম্মান প্রাপ্তির খবর তিনি রেশনের লাইনে দাঁড়িয়ে প্রথম পান। এই স্বীকৃতি পাওয়ার পর হরেকলা হাজাব্বা-র বক্তব্য, “সরকারের পক্ষ থেকে এবার গ্রামে একটা কলেজ খোলা হোক।”