গাড়ি ফেলে বেমালুম উধাও চোর, উদ্ধার হয়েছে কষ্টিপাথরের মূর্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গভীর রাতে অভিযানে বাজেয়াপ্ত গাড়ি। উদ্ধার হয় কষ্টিপাথর ও পোড়ামাটির তৈরি সেন আমলের ৬টি মূর্তি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ১১ কোটি টাকা। চোরাই মূর্তি নিয়ে গাড়ি ঢুকছে পশ্চিমবঙ্গে। সোর্স থেকে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের গোয়েন্দারা খবর পেয়ে গিয়েছিলেন। শিলিগুড়ির ৬৫ কিলোমিটার দূরে ইসলামপুরের কাছে ৩টি গাড়ি নিয়ে এরপর অপেক্ষায় থাকা। বিহারের কিসানগঞ্জ থেকে সন্দেহজনক গাড়িটি ঢুকতেই ধাওয়া শুরু। এরপর গাড়ি ফেলে ঘন কুয়াশার মধ্যে পালিয়ে যায় মূর্তি পাচারকারীরা। মূর্তি পাচারকারীরা পালালেও বাজেয়াপ্ত করা গাড়িটি বিহারের বলে জানা গিয়েছে। ওই গাড়ির নম্বরের সূত্র ধরে পাচারকারীদের সন্ধান চালাচ্ছেন গোয়েন্দারা। আবার প্রত্নসামগ্রী পাচারে যুক্ত কোনও আন্তর্জাতিক চক্র জড়িত রয়েছে বলে অনুমান করছে তদন্তকারীরা। একাদশ ও দ্বাদশ শতকের যে মূর্তি উদ্ধার হয়েছে, সেগুলি কোনও মিউজিয়াম বা মন্দির থেকে চুরি হয়েছিল কি না, তা জানার চেষ্টাও করছেন শাখার গোয়েন্দারা। শুল্ক দপ্তরের প্রিভেন্টিভ শাখার কলকাতার কমিশনার রাজেশ জিন্দাল জানিয়েছেন, সম্প্রতি ইসলামপুরের কাছে একটি গাড়ি আটক করা হয়। তাতেই ওই মূর্তিগুলি পাওয়া যায়। সেগুলি শিলিগুড়ি হয়ে নেপাল পাচারের পরিকল্পনা ছিল। এক্ষেত্রে গোয়েন্দাদের ধারণা, ওইসব অ্যান্টিক মূর্তির বিদেশে চাহিদা রয়েছে। এর আগে ২০১২ সালে এমন প্রত্নসামগ্রী পাচারের অভিযোগে ধরা পড়েছিল একটি চক্র। সেক্ষেত্রে নেপালকে ট্রানজিট রুট করে অন্য দেশে মূর্তি পাচারের পরিকল্পনাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শুল্ক দপ্তর সূত্রে জানানো হয়েছে, ইসলামপুর হয়ে গাড়িতে করে কিছু প্রত্নসামগ্রী পাচার হবে এমন খবর আসে। তা রুখতেই ইসলামপুরের কাছে ৩টি গাড়িতে অপেক্ষা করছিলেন গোয়েন্দারা। গভীর রাতে কিসানগঞ্জ থেকে পাচারকারীদের গাড়িটি এ রাজ্যে ঢোকে। সঙ্গে সঙ্গে শুল্ক দপ্তরের অফিসারদের প্রথম গাড়িটি সেটিকে ধাওয়া করে। শেষ পর্যন্ত গোয়েন্দাদের তৃতীয় গাড়িটি পাচারকারীর গাড়ি আটকাতে সক্ষম হয়। গভীর রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায় ওই গাড়ির চালক। এরপর গাড়ির মধ্যে তল্লাশিতে পাওয়া যায় বিপুল পরিমাণ শাড়ি। তার মধ্যেই লুকোনো ছিল ওই ৬টি মূর্তি। মূর্তিগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হেরিটেজ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের দেখানো হয়েছে। শুল্ক দপ্তর সূত্রে জানানো হয়েছে, বিশেষজ্ঞরা মূর্তিগুলি পরীক্ষা করে জানিয়েছেন, মূর্তিগুলির মধ্যে কষ্টিপাথরে খোদাই করা দুটি বিষ্ণুমূর্তি রয়েছে। একটি ৪২ ইঞ্চি লম্বা। দ্বিতীয়টি ২৫ ইঞ্চি লম্বা।