গোলের বিশ্বরেকর্ড কানাডিয়ান ফরোয়ার্ড ক্রিস্টিন সিনক্লেয়ারের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গোলের বিশ্বরেকর্ড করলেন ক্রিস্টিন সিনক্লেয়ার। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনিই। গোল সংখ্যা ১৮৫। কানাডিয়ান মহিলা ফরোয়ার্ড সিনক্লেয়ার ভাঙলেন আমেরিকান অ্যাবি ওয়ামবাখের ১৮৪ গোলের রেকর্ড। পুরুষ ও মহিলাদের আন্তর্জাতিক ফুটবল নিয়েই এই বিশ্বরেকর্ড। পুরুষদের সর্বোচ্চ গোল ইরানের আলি দায়ির। তাঁর গোল সংখ্যা ১০৯। তবে সক্রিয় পুরুষ ফুটবলারদের মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আন্তর্জাতিক গোল সংখ্যা ৯৯। কনকাকাফ অলিম্পিক কোয়ালিফায়ারে কানাডার সিনক্লেয়ার এই রেকর্ড ভাঙলেন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে ম্যাচে। এটি ছিল তাঁর ২৯০-তম ম্যাচ।

Related posts

Leave a Comment