গোসাবার রাঙাবেলিয়া দ্বীপের রূপকার তুষার কাঞ্জিলাল প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় শিক্ষক, সমাজসেবী, পদ্মশ্রী সম্মানে ভূষিত ও গোসাবার রাঙাবেলিয়া দ্বীপের রূপকার তুষার কাঞ্জিলাল (৮৪) প্রয়াত হলেন। গতকাল ২৯ জানুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পারিবারিক সূত্রের খবর, তাঁর জন্ম বাংলাদেশের নোয়াখালিতে ১৯৩৫ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৬৭ সালে শিক্ষকতার কাজ নিয়ে তিনি কলকাতা থেকে এসে পৌঁছেছিলেন সুন্দরবনের দুর্গম রাঙাবেলিয়া দ্বীপে। মূলত তাঁরই উদ্যোগে রাঙাবেলিয়া জুনিয়র হাইস্কুল পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয়। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন-সহ বিভিন্ন এলাকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শোকবার্তায় জানিয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী, পরিবেশবিদ, লেখক ও শিক্ষাবিদ তুষার কাঞ্জিলালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুন্দরবন অঞ্চলের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন নিরলস কাজ করে গিয়েছেন। সুন্দরবনের অভিভাবকও বলা হয় তুষার কাঞ্জিলালকে।

Related posts

Leave a Comment