জঙ্গি মোকাবিলায় ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া- “সম্প্রীতি”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জঙ্গল ও পাহাড়ি এলাকায় জঙ্গি মোকাবিলায় এবার যৌথ মহড়ার প্রস্তুতি শুরু করল ভারত ও বাংলাদেশ সেনাবাহিনী। মেঘালয়ের উমরোয় এই যৌথ মহড়া শুরু করে দুই দেশের সেনা। এই মহড়ায় উভয় দেশ একে অপরকে শ্রেষ্ঠ কৌশল আদান-প্রদান করেছে বলে সেনাবাহিনী সূত্রের খবর। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম সূত্রে জানানো হয়েছে, “সম্প্রীতি” নামক এই যৌথ মহড়া ভারত-বাংলাদেশের মধ্যে নবমতম। পাশাপাশি এই যৌথ মহড়ার মধ্যেই কমান্ড পোস্ট মহড়া এবং ফিল্ড ট্রেনিং মহড়াও দিয়েছে দু-দেশের বাহিনী। সেনাবাহিনী সূত্রের আরও খবর, যে-কোনও দেশের সেনা জওয়ানরা সফল হন, যদি পাহাড় ও জঙ্গলের মধ্যে যথাযথভাবে ট্রেনিং নেওয়া হয়। বাংলাদেশ থেকে ৩১ জন সেনা আধিকারিক এবং ১৩৮ জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ সফিউল আজম নেতৃত্বে ছিলেন।