জঙ্গি মোকাবিলায় ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া- “সম্প্রীতি”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জঙ্গল ও পাহাড়ি এলাকায় জঙ্গি মোকাবিলায় এবার যৌথ মহড়ার প্রস্তুতি শুরু করল ভারত ও বাংলাদেশ সেনাবাহিনী। মেঘালয়ের উমরোয় এই যৌথ মহড়া শুরু করে দুই দেশের সেনা। এই মহড়ায় উভয় দেশ একে অপরকে শ্রেষ্ঠ কৌশল আদান-প্রদান করেছে বলে সেনাবাহিনী সূত্রের খবর। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম সূত্রে জানানো হয়েছে, “সম্প্রীতি” নামক এই যৌথ মহড়া ভারত-বাংলাদেশের মধ্যে নবমতম। পাশাপাশি এই যৌথ মহড়ার মধ্যেই কমান্ড পোস্ট মহড়া এবং ফিল্ড ট্রেনিং মহড়াও দিয়েছে দু-দেশের বাহিনী। সেনাবাহিনী সূত্রের আরও খবর, যে-কোনও দেশের সেনা জওয়ানরা সফল হন, যদি পাহাড় ও জঙ্গলের মধ্যে যথাযথভাবে ট্রেনিং নেওয়া হয়। বাংলাদেশ থেকে ৩১ জন সেনা আধিকারিক এবং ১৩৮ জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ সফিউল আজম নেতৃত্বে ছিলেন।

Related posts

Leave a Comment