কলকাতার দ্বিতীয় মেট্রো চালু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, পোশাকি নাম “ইস্ট-ওয়েস্ট মেট্রো”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতার দ্বিতীয় মেট্রো অবশেষে চালু হচ্ছে। আগামী ১৩ ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৬টি স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু করবে। দ্বিতীয় এই মেট্রোর পোশাকি নাম “ইস্ট-ওয়েস্ট মেট্রো”। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উল্লেখ্য, ১৯৮৪ সালের অক্টোবরে এই শহরেই চালু হয় দেশের প্রথম মেট্রো। দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু-সহ দেশের অনেক শহরে মেট্রো রেল চালু হয়েছে। প্রথম মেট্রোর চালুর ৩৬ বছর পর কলকাতার মুকুটে আরও একটি নতুন পালক সংযুক্ত হল। প্রতিদিন প্রায় ২ লক্ষ যাত্রী এই মেট্রো-পথে যাতায়াত করবে বলে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে। শেষ পর্যন্ত একটি ঐতিহাসিক দিন হতে চলেছে আগামী ১৩ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, এই প্রকল্পে জেবিআইসি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অংশীদারিত্ব রয়েছে। প্রথম থেকেই প্রকল্পে সহযোগিতা করেছে রাজ্য প্রশাসন। উল্লেখ করা যায়, ১৯৭১ সালে মেট্রোর নকশা তৈরির সময়ে হাওড়া এবং সল্টলেক পর্যন্ত করার পরিকল্পনা হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর ২০০১ সাল নাগাদ তৎকালীন সরকার মেট্রো রেলের মাধ্যমে কলকাতার মধ্য দিয়ে হাওড়া ও সল্টলেককে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী জাপান সফরে গিয়ে সেই দেশের আর্থিক প্রতিষ্ঠান জাপান ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)-এর সহায়তা চেয়েছিলেন। পরে ওই সংস্থার সঙ্গে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এরপর দীর্ঘ অপেক্ষার শেষে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি এই প্রকল্পের শিলান্যাস হয়। ০১৪.৭ কিলোমিটার লম্বা এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল ৪৮৭৪ কোটি টাকা।