দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইতিহাসে সবথেকে বড় রাজনৈতিক পরিবর্তন “ব্রেক্সিট”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের ইতিহাসে সবথেকে বড় রাজনৈতিক পরিবর্তন হল ব্রেক্সিট। ৩১ জানুয়ারি রাতে নতুন সূর্যোদয় ব্রিটেনে। স্থানীয় সময় ১১টায় আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে এসেছে ব্রিটেন। এবার বিদায় ইউরোপীয় ইউনিয়ন। সাড়ে ৩ বছর আগে গণভোটে স্থির হয়ে যায় রানির দেশের এই সিদ্ধান্ত। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত এল ব্রেক্সিটের সেই দিন। তবে অর্থনৈতিকভাবে এখনই পুরোপুরি স্বতন্ত্র হতে পারছে না বরিস জনসন সরকার। জানা গিয়েছে, আগামী ১১ মাস “ট্রানজিশন পিরিয়ড” হিসেবে তাদের ইইউ আইন মেনে চলতে হবে। উল্লেখ্য, ১৯৭৩ সাল থেকে ব্রিটেন ইইউ-এর সদস্য। প্রথম দেশ হিসেবে ইউরোপের ২৮টি দেশের জোট এবং প্রায় ৪৫ কোটি মানুষ থেকে বেরিয়ে এল তারা। এই দশকের অন্যতম বৃহৎ, ঝুঁকিপূর্ণ এবং বিভাজনমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচনা করা হচ্ছে এটিকে। অন্যদিকে ব্রেক্সিট কার্যকরের পর বেশ কিছু পরিবর্তনও আসতে চলেছে। মোটামুটিভাবে এ বিষয়ে আরও জানা গিয়েছে, চলতি বছরের শেষ পর্যন্ত “ট্রানজিশন পিরিয়ডে” বাসিন্দারা বিনা বাধায় যাতায়াত এবং আগের মতো বাণিজ্য চালাতে পারবেন। প্রসঙ্গত, ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করেছেন ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী। আবার ৫ বছরে ৩টি সাধারণ নির্বাচনের সাক্ষী রয়েছে ব্রিটিশরা। বর্তমান পরিস্থিতি ঠিক কী হবে, তা নিয়ে প্রশ্ন। লর্ড ডোলার পোপাট এ প্রসঙ্গে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সবথেকে বড় রাজনৈতিক পরিবর্তন হল ব্রেক্সিট। অবশ্যই এই পরিবর্তনের সময় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে আমরা এর জন্য প্রস্তুত।

Related posts

Leave a Comment