প্রশান্ত মহাসাগরের জলে বাড়ছে অ্যাসিডের মাত্রা, বিপন্ন বিশেষ প্রজাতির খুদে কাঁকড়াঃ দাবি বিজ্ঞানীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জলই কঠিন পদার্থ গলিয়ে দিচ্ছে অবলীলায়। অবিশ্বাস্য লাগলেও ঘটনা সত্য। প্রশান্ত মহাসাগরে এমনই ঘটনা ঘটছে প্রতিনিয়ত, দাবি করছেন একদল বিজ্ঞানী। তবে এতে রহস্যের চেয়ে বাড়ছে অশনি সঙ্কেত। কারণ হিসেবে বিজ্ঞানীরা দাবি করেছেন, মহাসাগরের জলে ক্রমশই বাড়ছে অ্যাসিডের মাত্রা। তার প্রভাবেই বিশেষ প্রজাতির খুদে কাঁকড়ার বাইরের আবরণের মতো কঠিন পদার্থ গলছে। “সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট” বিষয়ক জার্নালে প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। গবেষণাপত্রে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার ছবি উঠে এসেছে। উপকূল অঞ্চল এলাকায় কাঁকড়াদের বাসভূমি বলা চলে। অর্থনীতির সঙ্গেও এদের যোগসূত্র রয়েছে। কারণ ব্যবসায় বিপুল অঙ্কের বিনিয়োগ ও আয়ের বিষয়টি জড়িয়ে রয়েছে। আলাদা নামও রয়েছে “ক্যাশ ক্র্যাব”। এক্ষেত্রে বিজ্ঞানীদের দাবি, মহাসাগরের জলে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি ও পিএইচ-এর মাত্রা কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কাঁকড়াকুল। পাশাপাশি বাইরের কঠিন আবরণ (শেল) গলে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গও। পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে তার প্রভাব উপকূলের জীববৈচিত্র্যে পড়বে এবং ভারসাম্য বিঘ্নিত হওয়া অস্বাভাবিক নয়। এমনকী নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির উপরেও, এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সাদার্ন ক্যালিফোর্নিয়া কোস্টাল রিসার্চ প্রোজেক্টের বিজ্ঞানীরা।

Related posts

Leave a Comment