ভারত-বাংলাদেশ যৌথ শিল্প চারুকলা প্রদর্শনী- “ক্রিয়েশন”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-বাংলাদেশ যৌথ শিল্প চারুকলা প্রদর্শনী- “ক্রিয়েশন” শুভারম্ভের অপেক্ষায়। ৫ ফেব্রুয়ারি থেকে আইসিসিআর-এর নন্দলাল বোস গ্যালারিতে এই প্রদর্শনী হবে। দুই দেশের চিত্রকলা, আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শনী তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রের খবর। এই প্রদর্শনীতে বিশিষ্ট শিল্পীর হাতের কাজ প্রদর্শিত হবে। আয়োজক সূত্রের খবর, দুই দেশের প্রবীন ও নবীনদের শিল্পকর্মের পরিচয় করানোর পরিসর এখানে থাকবে। “প্রগতিঃ আর্টস ফর লাইফ” আয়োজিত এই অভিনব প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট ভাস্কর নিরঞ্জন প্রধান এবং বিশিষ্ট চিত্রকর ও শিল্প সমালোচক দেবব্রত চক্রবর্তী। প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী দেখার সময় বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

Related posts

Leave a Comment