Others Sports 

স্প্যানিশ ফুটবলে ইন্দ্রপতন, একই দিনে বিদায় বার্সেলোনা – রিয়ালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে ইন্দ্রপতন ঘটল। একই দিনে কোপা দেল রে থেকে বিদায় নিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুটি দলই সেমিফাইনাল যাওয়ার পথে ছিটকে গেল। ২০০৯-১০ মরশুমে শেষবার একই ঘটনা ঘটেছিল।কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল এই বড় টিম দুটি।
বার্সেলোনা পরাজিত হল একেবারে শেষ মুহূর্তে। বুসকেতসের আত্মঘাতী গোলে এই পরাজয়। আতলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের শট ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলে বল জড়িয়ে দেন। ফলাফল ১-০ দাঁড়ায়। রিয়াল মাদ্রিদের পরাজয় নাটকীয়ভাবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদ রিয়াল সোদিদাদের কাছে ৪-৩ ফলাফলে পরাজিত হয়। ১০ বছর পর এমনই ইতিহাস তৈরি হল স্প্যানিশ ফুটবলে।

Related posts

Leave a Comment