হাতের মুঠোয় সূর্য, সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি এবার নাগালে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এক কথায় হাতের মুঠোয় সূর্য। সৌরপৃষ্ঠের নিখুঁত ছবি এবার নাগালে। হাওয়াইয়ের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সোলার টেলিস্কোপ-এর সৌজন্যে এবার তা মানুষের সামনে আসছে। এই প্রথম সামনে এসেছে সূর্যের পৃষ্ঠের চিত্র। সৌরবিজ্ঞানীরা মনে করছেন, সৌরজগৎ সম্পর্কে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। জানা গিয়েছে, এই “গ্রাউন্ড টেলিস্কোপ”টি নাসার সৌর অভিযান পার্কার সোলার প্রোবের সঙ্গী। পরবর্তী দিনে ইউরোপীয়ান স্পেস এজেন্সি ও নাসার যৌথ উদ্যোগে সোলার অরবাইটার উৎক্ষেপণ হবে, তারও সঙ্গী হবে বিশ্বের বৃহত্তম সোলার টেলিস্কোপটি। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, সূর্য সম্পর্কে আরও বিশদ তথ্য জানা এবং দেখা যাবে। পাশাপাশি সূর্যের জন্য মহাকাশের আবহাওয়া পৃথিবীতে কতটা প্রভাব ফেলে তা-ও বোঝা যাবে। সৌরপৃষ্ঠের সাম্প্রতিক ছবিতে ধরা পড়ল সূর্যকে ঘিরে থাকা ফুটন্ত প্লাজমা। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের ডিরেক্টর ফ্রান্স করদোভা জানিয়েছেন, আমরা ভূমিতে থাকা টেলিস্কোপ নিয়ে কাজ শুরু করেছিলাম। এখনও পর্যন্ত এটাই সবচেয়ে নিখুঁত ছবি। সূর্যের করোনার ভিতরে চৌম্বকীয় ক্ষেত্রের মানচিত্র তৈরিতেও আমাদের সাহায্য করবে এই টেলিস্কোপ। এখানেই সৌরকম্পন হয়, যা বিশ্বের জীবনের উপর প্রভাব ফেলে।

Related posts

Leave a Comment