৭ ফেব্রুয়ারি থেকে বসছে অধিবেশন, আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট পেশের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বসতে চলেছে রাজ্য বাজেট অধিবেশন। রাজ্যপাল জগদীপ ধনকর বাজেট অধিবেশনের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। ওইদিন বেলা ২টায় রাজ্যপাল অধিবেশনের সূচনা করবেন। রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অমিত মিত্র রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। বাজেট অধিবেশন নিয়েই তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর।