Entertainment 

অভিনেত্রী মানসী সিনহার অটোগ্রাফ নিয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক!

বাংলা টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মানসী সিনহা এবার প্রতারণার শিকার হয়েছেন। তাঁর অটোগ্রাফ ব্যবহার করে ২৬ লক্ষ টাকার প্রতারণা করেছিল এক প্রতারক।

‘এটা আমাদের গল্প’ নামে মানসী পরিচালিত একটি নতুন ছবি মুক্তি পাওয়ার আগেই এই ঘটনা ঘটে। ছবির প্রাক্কালেই আইনি পথে লড়াই করে প্রতারককে গ্রেফতার করতে সফল হয়েছেন অভিনেত্রী।

২০২০ সালে ছবির শুটিং শুরু হওয়ার সময় একজন ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ হয়েছিল মানসী সিনহার।

সেই ব্যক্তি অটোগ্রাফের নামে সই জাল করে অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনে। এমনকী নিজেকে সিনেমার প্রযোজক বলে দাবি করে মানসী সিনহার ওপর আর্থিক প্রতারণার দায় চাপায়।

Related posts

Leave a Comment