Entertainment 

আবারো কি বড়সড়ো বিপদে পড়তে চলেছে জগদ্ধাত্রী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের ডোজ বাড়ছে।জগদ্ধাত্রী তদন্ত করতে গিয়ে আরো এক অপরাধীর নাম খুঁজে পেয়েছে। দেবুদা তার বছরের টাকা বাড়ানোর জন্য কৌশিকীর ফাইল চুরি করছিল।

জগদ্ধাত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে এবং ফাইলটি বদলে দেয়।
এদিকে, রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ংকে মেনে নিতে পারছে না। স্বয়ং তার বাবাকে ফিরে পেতে চায়।

হঠাৎ করেই সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা দেখা দেয়। সাধুদা কৌশিকীকে জানান যে স্বয়ং এই কেসটি দেখছে এবং রাজনাথ মুখার্জিকে গ্রেপ্তার করবে।

কৌশিকী রাজনাথকে সাবধান করে এবং বলে যে তার গায়ে যেন কোন আঁচড় না আসে।

Related posts

Leave a Comment