উঠতি টলিউড অভিনেত্রীর রহস্যমৃত্যু, অভিনয় প্রশিক্ষক গ্রেপ্তার!
কলকাতা: শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার হরিদেবপুর এলাকায় নিজের ভাড়া করা ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় উঠতি টলিউড অভিনেত্রী সুস্মিতা দাসের মৃতদেহ। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার তদন্ত শুরু করলেও, মৃতার লেখা একটি সুইসাইড নোট উদ্ধারের পর ঘটনায় নতুন মোড় আসে।
সেই নোটে অভিনেত্রী তার “মাস্টার”-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুস্মিতার অভিনয় প্রশিক্ষক সঞ্জয় নস্করকেই ওই “মাস্টার” বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর সঞ্জয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সুস্মিতা এবং সঞ্জয়ের মধ্যে অবৈধ প্রণয় সম্পর্কের খবরও শোনা যাচ্ছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে যে, সুস্মিতা মূলত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। কাজের সূত্রেই তিনি কলকাতায় এসেছিলেন। গত ৫-৬ মাস ধরে তিনি মাঝেমধ্যে সঞ্জয়ের ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন।
শুক্রবার সকালে ফ্ল্যাটে এসে সুস্মিতার ঝুলন্ত দেহ দেখতে পান সঞ্জয়। তিনি দ্রুত গামছার ফাঁস খুলে দেহ নামিয়ে বিছানায় রাখেন এবং পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। সেই নোটে সুস্মিতা তার মৃত্যুর জন্য “মাস্টার”-কে দায়ী করেছেন।
তদন্তে নেমে পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে। সঞ্জয়ের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় টলিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুস্মিতার মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

