কলকাতায় বৃষ্টি ঝরা আকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টানা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে সর্বশেষ খবরে জানানো হয় । সকালে আকাশ বেশ পরিষ্কার ছিল ৷ বেলা বাড়তেই বৃষ্টি নামে কলকাতার আকাশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হয়েছে নদিয়া সহ বেশ কিছু জেলায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯০ শতাংশ। (ছবি: সংগৃহীত)

