রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিক্ষা দফতরের নির্দেশিকা। স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী ২৬ জুন থেকেই। কাল২৫ জুন থেকে শিক্ষক-শিক্ষিকারা ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবেন। রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে,গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুল খুলে যাচ্ছে পড়ুয়াদের জন্য। এক্ষেত্রে স্কুল খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
অন্যদিকে স্কুল খোলার জন্য রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকদের বিশেষ নির্দেশও পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন,স্কুল খুলছে। আমরা নির্দেশিকা পাঠিয়ে দিয়েছি। স্কুল খোলার জন্য যে ব্যবস্থা নেওয়ার তা আমরা নিতে বলেছি। তিনি আরও বলেছেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কবে থেকে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করব, তা আমরা খুব শীঘ্রই জানাব। কিছু টেকনিক্যাল কাজ চলছে। দু-একদিনের মধ্যে জানিয়ে দিতে পারব আশা করি।”

