গণসঙ্গীতের প্রাণপুরুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:লোকসঙ্গীত শিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাস ১৯৮৭ সালের ২২ নভেম্বর প্রয়াত হয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে গণসঙ্গীতে। ভারতীয় গণনাট্য সঙ্ঘের অন্যতম পুরোধা ছিলেন তিনি। জীবনের শেষ দিকে “মাস সিঙ্গার্স” নামে একটি গানের দল গঠন করেছিলেন। গ্রাম-গ্রামান্তরে গান গেয়ে বেড়িয়েছেন তিনি।এই গণসঙ্গীতের প্রাণপুরুষের প্রয়াণ দিবসে স্মরণ ও শ্রদ্ধা।

