Entertainment 

জগদ্ধাত্রীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে রাজনাথ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রী একজন পুলিশ অফিসার। তার স্বামী কৌশিকীও একজন পুলিশ অফিসার। তারা দুজনে মিলে একসাথে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করে।

সম্প্রতি ধারাবাহিকটির নতুন পর্বে দেখা গেছে, জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে কৌশিকী গুলি খেয়েছে। কৌশিকী হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা খুবই সংকটজনক।

জগদ্ধাত্রী কৌশিকীর অবস্থা দেখে খুবই মর্মাহত হয়। সে প্রতিজ্ঞা করে, আসল দোষীদের কৌশিকীর সামনে এনে দাঁড় করাবে।

জগদ্ধাত্রীর উপর হামলার রহস্য এখনও উদঘাটন হয়নি। তবে, ধারাবাহিকটির গল্প অনুযায়ী, কৌশিকীকে সরিয়ে দিতে উৎসব এবং মেহেন্দি এই হামলার পরিকল্পনা করেছিল। তারা চায়, জগদ্ধাত্রীকে পুলিশ বিভাগ থেকে সরিয়ে দিয়ে কৌশিকীর জায়গা নিতে।

Related posts

Leave a Comment