জেনে নিন মধুর গুণাগুণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে মধুর ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই চলছে ৷ মধু খাওয়া শরীরের পক্ষে বিশেষ উপকারী। বিভিন্ন রোগের পক্ষে দারুন উপকারীও। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, চ্যবনপ্রাশের সঙ্গে মিশিয়ে এটি খাওয়া যায়। মধু অন্যভাবেও খাওয়া যেতে পারে। শীতকালে ঘরোয়া টোটকা হিসেবে মধু খুবই উপকারী। মধুর গ্লুকোজ সহজেই মিশে যেতে পারে মানুষের শরীরে। এক্ষেত্রে তাড়াতাড়ি এনার্জি মেলে। পাশাপাশি শরীরচর্চার সময় ক্লান্তি দূর করে থাকে।
মধুর গুণাগুণ নিয়ে কারও কোনও দ্বিমত নেই ৷ মধুতে পাওয়া যায়, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট ৷ এক্ষেত্রে হজমশক্তি উন্নত করতে পারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের আরও বক্তব্য, মধু রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে। মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে থাকে ৷
আবার শরীরের ওজন কমানোর ক্ষেত্রেও মধু গুরুত্বপূর্ণ। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত হল- মধু ঠিকমতো খাওয়া সম্ভব হলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সহায়তা করে। সর্দিকাশি ও ফ্লুয়ের চিকিৎসায় মধুর বিশেষ গুরুত্ব রয়েছে।

