সরস্বতী বন্দনার পরিচিত উৎসাহ ম্লান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সরস্বতী পুজোকে ঘিরে এবার উন্মাদনা কম। করোনা আবহে স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ। ঠিক এই অবস্থায় পড়ুয়াদের মধ্যে উৎসাহ সেভাবে দেখা যাচ্ছে না। সরস্বতী পুজোর ছবিটা অনেকটাই ম্লান। রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের রমরমা বাজারও নেই। ৫ ফেব্রুয়ারি বাগদেবীর বন্দনার দিন। সেই পরিচিত উন্মাদনা কমেছে পড়ুয়াদের মধ্যে। গত বছরের মতো এবারও উৎসাহ কম দেখা যাচ্ছে।
এক্ষেত্রে মৃৎশিল্পীদের বক্তব্য, বড় প্রতিমার চাহিদা সেভাবে নেই । থিমের প্রতিমার চাহিদাতেও মন্দা। ছোট প্রতিমার চাহিদা মোটামুটিভাবে রয়েছে। এ বছরও করোনা আবহের মধ্যে সরস্বতী বন্দনা চলবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসেও সেই চেনা ছবিটা হারিয়ে যেতে বসেছে। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে বন্ধ সরকারি ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। কবে ক্লাস রুম খুলবে, তা এখনও জানা যাচ্ছে না। বিদ্যার দেবীর বন্দনা অনেকটাই ম্লান হতে বসেছে। মৃৎশিল্পীদের কাছে এখনও প্রতিমার বায়নাই হয়নি রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের।

