saraswati and pujaEducation Others 

সরস্বতী বন্দনার পরিচিত উৎসাহ ম্লান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সরস্বতী পুজোকে ঘিরে এবার উন্মাদনা কম। করোনা আবহে স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ। ঠিক এই অবস্থায় পড়ুয়াদের মধ্যে উৎসাহ সেভাবে দেখা যাচ্ছে না। সরস্বতী পুজোর ছবিটা অনেকটাই ম্লান। রাজ্যের বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীদের রমরমা বাজারও নেই। ৫ ফেব্রুয়ারি বাগদেবীর বন্দনার দিন। সেই পরিচিত উন্মাদনা কমেছে পড়ুয়াদের মধ্যে। গত বছরের মতো এবারও উৎসাহ কম দেখা যাচ্ছে।

এক্ষেত্রে মৃৎশিল্পীদের বক্তব্য, বড় প্রতিমার চাহিদা সেভাবে নেই । থিমের প্রতিমার চাহিদাতেও মন্দা। ছোট প্রতিমার চাহিদা মোটামুটিভাবে রয়েছে। এ বছরও করোনা আবহের মধ্যে সরস্বতী বন্দনা চলবে। স্কুল ও কলেজের ক্যাম্পাসেও সেই চেনা ছবিটা হারিয়ে যেতে বসেছে। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে বন্ধ সরকারি ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান। কবে ক্লাস রুম খুলবে, তা এখনও জানা যাচ্ছে না। বিদ্যার দেবীর বন্দনা অনেকটাই ম্লান হতে বসেছে। মৃৎশিল্পীদের কাছে এখনও প্রতিমার বায়নাই হয়নি রাজ্যের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের।

Related posts

Leave a Comment