ফের বৃষ্টির সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ। শনিবার আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। রবিবার সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে বলে জানানো হয়েছে। আবারও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে তাপমাত্রা বেড়ে চলেছে।
আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, আজ কলকাতায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ল। রবিবার মেঘলা আকাশ থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। (ছবি:সংগৃহীত)

