মুখ্যমন্ত্রীর ঘোষণা: ফের খুলছে স্কুল-কলেজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বেশ কিছু বিধি-নিষেধ থাকলেও ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল ও কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আবারও খুলছে রাজ্যের স্কুল। অন্যদিকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে “পাড়ায় শিক্ষালয়”। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ করা যায়,করোনার বিধি-নিষেধে অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়েছে ৷ এক্ষেত্রে রয়েছে বিমান পরিষেবাও ৷ কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের ফ্লাইট আবার সপ্তাহে প্রতিদিন উড়বে বলে জানানো হয়েছে ৷ স্কুলের পাশাপাশি খুলে দেওয়া হল বিনোদন পার্কগুলিও।

