শীত বিদায়ের পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাল থেকেই বেড়ে যাবে তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা। তাপমাত্রা ৪-৫ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শীতের বিদায় বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অল্প-বিস্তর কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। (ছবি:সংগৃহীত)

