siliguri and mamataOthers Politics 

উন্নততর শিলিগুড়ির লক্ষ্যে কাজ করার বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরনিগমে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী উত্তরকন্যা ভবনে জয়ী কাউন্সিলরদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি জয়ী কাউন্সিলরদের মন দিয়ে মানুষের জন্য কাজ করার কথা বললেন। রাজ্যের চার পুরনিগমের ভোটের ফল প্রকাশ হতেই দেখা যায়, শিলিগুড়িতে একক ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে তৃণমূল। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর মন্তব্য, “ঝাঁ-চকচকে শহর হিসাবে শিলিগুড়িকে গড়ে তুলতে হবে, কমাতে হবে যানজট “। তিনি জয়ী কাউন্সিলরদের এমনই বার্তা দিলেন।

মুখ্যমন্ত্রী জয়ী কাউন্সিলরদের আরও বলেছেন, “দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে কাউন্সিলরদের। এই কাজের নির্দিষ্ট একটি মনিটরিং কমিটি তৈরি করা হবে, তিনি নিজেও এই কাজের দিকে নজর রাখবেন। সব মিলিয়ে উন্নয়নের রাস্তা বন্ধ করলে চলবে না। মানুষ যে রায় দিয়েছেন, সেই রায় মাথায় নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করতে হবে। যাতে উন্নততর শিলিগুড়ি তৈরি করা যায়” ।

Related posts

Leave a Comment