hybrid solar eclipseBreaking News Others 

সূর্যের সোনালি বৃত্ত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য। সূর্যগ্রহণের সময় উদ্ভাসিত সোনার আংটি ৷ এই সূর্যগ্রহণের নাম জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে হাইব্রিড সূর্যগ্রহণ বা হাইব্রিড সোলার ইক্লিপ্স ৷ জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই হাইব্রিড সূর্যগ্রহণের বিশেষত্ব হল- সূর্যের আকৃতির তুলনায় চাঁদের ছায়া থেকে যা ছোট ৷ এই আবহে চাঁদ সম্পূর্ণ আড়াল করতে সক্ষম নয় সূর্যকে ৷ এক্ষেত্রে চাঁদের ছায়াকে ছাপিয়ে চতুর্দিকে দেখা যায় সূর্যের সোনালি বৃত্ত ৷ আর মাঝে অন্ধকার বৃত্ত। সোনালি বলয়ের এই সূর্যকে দেখে মনে হবে ঠিক সোনার আংটির মতো ৷ জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১০ বছর পূর্বে এই বিরল দৃশ্য দেখা গিয়েছে ৷ নাসার পক্ষ থেকে বলা হয়েছে,হাইব্রিড সূর্যগ্রহণ ভাল করে দৃশ্যমান হবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে। নিউজিল্যান্ড, ফিলিপিন্স সহ দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয় বলে জানানো হয়েছে ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment