সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৪ মে থেকেই নিদিষ্ট সূচি মেনে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা। আবারও দ্রুত বাড়ছে করোনা পরিস্থিতি। অন্যদিকে সিবিএসই’র দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের আবেদন করেছেন প্রায় ৮০ হাজার পরীক্ষাথী। তবে সিবিএসই সূত্রে জানানো হয়েছে, নিদিষ্ট সূচি মেনেই পরীক্ষা হবে। বাতিল হবে না পরীক্ষা। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, কোভিড সতর্কতা মেনেই এবার গোটা দেশজুড়েই পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। উল্লেখ করা যায়, এবার ৭৫০০ হাজার পরীক্ষাকেন্দ্র নিদিষ্ট করা হয়েছে। এছাড়া প্রতিটি ক্লাসে ১০ জন করে পড়ুয়াকে বসিয়ে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি দুটি শিফটে চলবে পরীক্ষা। সব মিলিয়ে এবার প্রায় ৩৪ লক্ষ পরীক্ষার্থী দশম এবং দ্বাদশের পরীক্ষায় বসবেন। আগামী ৪মে থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। তবে দিল্লি সহ গোটা দেশেই যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে উদ্বেগ বেড়েছে। ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা এ বিষয়ে চিন্তিত। আবার পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য বোর্ডের কাছে আবেদনও করেছেন প্রায় ৮০ হাজার পড়ুয়া।

