medical technologistOthers 

পশ্চিমবঙ্গ সরকারে ১,৬৪৭ মেডিক্যাল টেকনোলজিস্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে ১,৬৪৭ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। নিয়োগ হবে ল্যাব, অপারেশন থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার সহ বিভিন্ন ডিসিপ্লিনে। প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ীভাবে। তবে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), গ্রেড-৩: শূন্যপদ ৬৩৩টি (অসং ৩২৭, তঃজাঃ ১৪০, তঃউঃজাঃ ৩৮, ওবিসি-এ ৬৪, ওবিসি-বি ৪৪, শারীরিক প্রতিবন্ধী ২০)।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ওটি), গ্রেড-৩: শূন্যপদ ৫৬৬টি (অসং ২৯৩, তঃজাঃ ১২৫, তঃউঃজাঃ ৩৪, ওবিসি-এ ৫৭, ওবিসি-বি ৪০, শারীরিক প্রতিবন্ধী ১৭)।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ইসিজি), গ্রেড-৩: শূন্যপদ ২৮১টি (অসং ১৪৪, তঃজাঃ ৬৩, তঃউঃজাঃ ১৭, ওবিসি-এ ২৮, ওবিসি-বি ২০, শারীরিক প্রতিবন্ধী ৯)।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার), গ্রেড-৩: শূন্যপদ ১৬৪টি (অসং ৮৪, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১০, ওবিসি-এ ১৭, ওবিসি-বি ১২, শারীরিক প্রতিবন্ধী ৫)।

মেডিক্যাল টেকনোলজিস্ট (পি অ্যান্ড ও), গ্রেড-৩: শূন্যপদ ২টি (অসং ১, তঃজাঃ ১)। মেডিক্যাল টেকনোলজিস্ট (ইইজি/ ইএমজি), গ্রেড-৩: শূন্যপদ ১টি (অসং)।

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে (১) সংশ্লিষ্ট বিষয়ের মেডিক্যাল টেকনোলজির ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা (২) সংশ্লিষ্ট বিষয়ের মেডিক্যাল টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা (৩) বিএসসি (পিওর/ বায়ো) ডিগ্রি এবং মেডিক্যাল টেকনোলজির ১ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ২৮,৯০০ টাকা।

প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ১০০ নম্বরের বাছাই পদ্ধতিতে শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে ৮৫ নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে ১৫ নম্বর। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি দাখিল করতে হবে।

আবেদন করবেন অনলাইনে http://www.wbhrb.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৬ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৬০ টাকা। জমা দেবেন গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাঙ্কের এই অ্যাকাউন্ট হেডে: ‘0051-00-104-002-16’. পশ্চিমবঙ্গের তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: R/MT(VARIOUS)/02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment