2-DOXI-D-GlucoseHealth 

করোনা নিরাময়ে বাজারে এল ডিআরডিও-র ওরাল ড্রাগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ওষুধ ছিল না করোনার চিকিৎসায়। করোনার চিকিৎসায় অনেক ক্ষেত্রে প্রতিকারের জন্য রেমডেসিভির ইনজেকশন দেওয়া হচ্ছে। তবে এবার করোনা প্রতিরোধে ডিআরডিও-র ওরাল ড্রাগ বাজারে আসার সাথে সাথে চিকিৎসকরা আশার আলো দেখতে পাচ্ছেন। আজ সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) দ্বারা নির্মিত 2-ডিওক্সি-ডি-গ্লুকোজ ওষুধের প্রথম ব্যাচের উদ্বোধন করেন।

বিশেষজ্ঞদের মতে, যদি এই ড্রাগটি করোনাকে প্রতিরোধে সফল হয়, তবে এটি মাইলফলক তৈরি করবে। হায়দরাবাদের ড. রেড্ডির গবেষণাগারের সহযোগিতায় ড্রাগটি ডিআরডিও’র ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এডেড সায়েন্সেস (আইএনএমএএস) দ্বারা তৈরি করা হয়েছে। কোভিডের প্রথম ঢেউ দেশে এলে ওষুধ নিয়ে গবেষণা শুরু হয়েছিল। ক্লিনিকাল পরীক্ষায় অভূতপূর্ব সারা পাওয়া গিয়েছিল। ড্রাগটির গুঁড় জলে গুলে নিতে হয়। শরীরে আস্তে আস্তে ছাড়িয়ে পড়ার পর আক্রান্ত কোষগুলিতে গ্লুকোজ ছড়িয়ে পড়ে। এটি ভাইরাসের প্রোটিন উৎপাদন ক্ষমতায় বাধা দেয়। এটি ফুসফুসের আক্রান্ত কোষগুলিতেও সক্রিয়ভাবে কাজ করে।

Related posts

Leave a Comment