DoctorsHealth Others 

৪৭৬ মেডিক্যাল ও হেলথ অফিসার নিচ্ছে মেডিক্যাল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, অসম

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেডিকেল অ্যান্ড হেলথ রিক্রুটমেন্ট অফিসার-ওয়ান পদে ৪৭৬ জনকে নিচ্ছে অসম হেলথ অ্যান্ড মেডিক্যাল রিক্রুটমেন্ট বোর্ড। নিয়োগ হবে ন্যাশনাল হেলথ মিশনে, অসম সরকারের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। নীচের মতো যোগ্যতার ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন।

শূন্যপদ:- মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার-ওয়ান: মোট শূন্যপদ ৪৭৬টি (অসংরক্ষিত ১৭১ (এরমধ্যে মহিলা ৫১), তপশিলি জাতি ১৯ (এরমধ্যে মহিলা ৬), তপশিলি উপজাতি (পি) ৫৫ (এরমধ্যে মহিলা ১৬), তপশিলি উপজাতি (এইচ) ৫ (এরমধ্যে মহিলা ২), ওবিসি/এমওবিসি ১৭৬ (এরমধ্যে মহিলা ৫২), আর্থিকভাবে দুর্বল ৫০ (এরমধ্যে মহিলা ১৫) এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ২০)।

মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। আর অসম মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে তপশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ৩০,০০০ – ১,১০,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১২,৭০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাই হবে মৌখিক/ ইন্টরভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। তবে ওবিসি/ এমওবিসি/ তপশিলি জাতি/ তপশিলি উপজাতি (পি)/ তপশিলি উপজাতি (এইচ) প্রার্থীরা দেবেন ১৫০ টাকা। বিপিএল সার্টিফিকেট এবং প্রতিবন্ধী সার্টিফিকেটধারীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন ট্রেজারি চালানের মাধ্যমে “0210-Medical and Public Health-01-Urban Health Services-800-Other Receipt” হেড অফ অ্যাকাউন্টে। অথবা গভার্নমেন্ট রিসিপ্ট অ্যাকাউন্টিং সিস্টেম (জিআরএএস) ব্যবহার করে https://assamegras.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।

দরখাস্ত করবেন অনলাইনে ১৫ জানুয়ারির মধ্যে। নং MHRB/31/M&HO-I/2020/756. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment