70th Barlin FilmLifestyle Others 

৭০-তম বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ইরানের ছবি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৭০-তম বার্লিন চলচ্চিত্র উৎসবে মোহাম্মদ রৌসুলফের ইরানি ছবি দেয়ার ইজ নো এভিল জয় করল উৎসবের সেরা ছবির পুরস্কার “সোনার ভল্লুক”। প্রসঙ্গত, ৩ বছর আগে ইরানেরই আর এক পরিচালক জাফর পানাহি তাঁর “ট্যাক্সি” ছবির জন্য এই সম্মান পেয়েছেন। ১ বছর আগে ওই জাফর পানাহিরই “পর্দা” জয় করেছিল সেরা চিত্রনাট্যকারের পুরস্কার। সে সময়ও তিনি বার্লিনে উপস্থিত থাকতে পারেননি। ইরান সরকার তাঁকে নজরবন্দি করে রেখেছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হল। জুরি প্রেসিডেন্ট অভিনেতা জেরেমি আয়রন নিজেই সেরা ছবির নাম ঘোষণার সময় জানালেন, সরকার ও রাজনীতি যখন কোনও শিল্পীর সৃজন স্বাধীনতায় বাধা দেয় বা হস্তক্ষেপ করে, তখন একজন মানবিক শিল্পীর যে কাজটি করা উচিত, সেটাই করেছে ইরানের ছবি। তিনি ও তাঁর অন্য ৫ জন সহ-সদস্য একমত হয়েই “দেয়ার ইজ নো এভিল”-কে উৎসবের সর্বোচ্চ স্বীকৃতি দিলেন।

Related posts

Leave a Comment