Madhuri KanitakorLifestyle Others 

মাধুরী কানিতকর লেফটেন্যান্ট জেনারেলের পদে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেজর জেনারেল মাধুরী কানিতকর লেফটেন্যান্ট জেনারেলের পদে উন্নীত হলেন। মাধুরী সেনার তৃতীয় মহিলা অফিসার যিনি এই পদে উন্নীত হয়েছেন। পাশাপাশি তিনি প্রথম মহিলা শিশু বিশেষজ্ঞও সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ এই পদের দায়িত্ব পেলেন। ৩৭ বছর ধরে সেনায় কর্মরত রয়েছেন পুণের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের প্রাক্তন ডিন মাধুরী। স্বামী রাজীবও একজন লেফটেন্যান্ট জেনারেল।

Related posts

Leave a Comment