৮ তবলিগ-ই-জামাত সদস্য আটক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৮ তবলিগ-ই-জামাত সদস্য দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া পালিয়ে যেতে গিয়ে ধরা পড়ল। সূত্রের খবর, ওই ব্যক্তিরা মালয়েশিয়ার নাগরিক বলে জানা যায়। নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে যোগ দিতে ভারতে আসে ওই ব্যক্তিরা। এবিষয়ে আরও জানা গিয়েছে, ওই সমাবেশ থেকে দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণ ছড়িয়েছে এ খবরও পাওয়া যায়। ভারতে লকডাউন পরিস্থিতিতে ওই ব্যক্তিরা গা ঢাকা দিয়েছিল বলেও খবর। প্রসঙ্গত, ভারতে আটকে থাকা মালয়েশিয়ার নাগরিকদের উদ্ধার করার জন্য রিলিফ ফ্লাইট চালাচ্ছে মালিন্দো এয়ার। এমনই একটি বিমানে চেপে ওই ৮ জন সরকারের বিনা অনুমতিতে ভারত ছেড়ে পালানোর চেষ্টা করে। এরপর গ্রেপ্তার হন তবলিগ-ই-জামাতের ৮ সদস্য।