দ্বীপ জ্বালানোর আহ্বানে অবাধে বাজিও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বীপ জ্বালানোর আহ্বানে দেশবাসী অনেকটাই অকাল দীপাবলির উৎসবে মাতলেন। প্রদীপ, টর্চ, মোবাইল জ্বালানোয় সীমাবদ্ধতা না রেখে আরও কয়েক কদম এগিয়ে অবাধে বাজি ফাটানোও চলল। প্রধানমন্ত্রীর বার্তায় সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের মানুষ ঘরের আলো নিভিয়ে উঠোন, বারান্দা ও ব্যালকনিতে হাজির হন। ভারতবাসীকে একজোট থাকার বার্তা দেওয়ার জন্য এই আয়োজনে দেদার শব্দবাজি, রকেট ও ফানুসের ব্যবহার হল। গোটা দেশে প্রথানমন্ত্রীর বার্তা মেনে চলার প্রচেষ্টাও ছিল। অন্যদিকে, দ্বীপ জ্বালিয়ে এইসময় উৎসবের পরিবেশ নয় বলে অনেকে সমালোচনাতেও সরব হন।