বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আবার বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস। আবার বৃহস্পতিবারও বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলোতেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর। অন্যদিকে এপ্রিলের শুরুতেই প্রায় গোটা রাজ্যে গরমের দাপট অব্যাহত। দিনের তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। যা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি বেশি।