আগামী ৯ এপ্রিল শবে বরাতে নিয়মবিধি মেনে প্রার্থনার আহ্বান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৯ এপ্রিল শবে বরাত। এই বিপর্যস্ত পরিস্থিতিতে নিয়মবিধি মেনে বাড়ি থেকে প্রার্থনা করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন নাখোদা মসজিদ, ফুরফুরা শরিফ সহ ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইসারত আলি মোল্লা জানিয়েছেন, এই সময় সকলকে বিধি মেনে বাড়ি থেকেই প্রার্থনা করতে আবেদন করছি।
পাশাপাশি নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম একটি নোটিশের মাধ্যমে সকলের কাছে আবেদন জানান, এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে ভীষণ সতর্ক থাকতে হবে। শবে বরাতে বাড়িতেই নমাজ পড়ুন, কোরান পাঠ করুন। ওই রাতে কোনওভাবেই বাইরে বেরোবেন না। কবরস্থানে ভিড় করবেন না। আবার নিয়মবিধি মেনে রীতি পালনের ডাক দিলেন ফুরফুরা শরিফের মুখ্য নির্দেশক ত্বহা সিদিক্কিও।