wild animal on roadEnviornment Others 

কলকাতা ও শহরতলীতে দেখা মিলছে বন্যপ্রাণীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নির্জন কলকাতা ও শহরতলী। ভিড় নেই, শব্দ নেই — এক অচেনা, অজানা কলকাতা। শিয়াল, ভামদের দেখা মিলছে খাঁ-খাঁ এই শহরে। বন্যপ্রাণীরা এখন বড় নিশ্চিন্তে। রাজ্য বনদপ্তর অবশ্য শহরবাসীকে সতর্ক করেছে, যাতে এই বন্যপ্রাণীগুলি লোকালয়ে ঢুকে মানুষের আক্রমণের শিকার না হয়। রাজ্য বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সরোবরের সার্দান এভিনিউ, বিধাননগরের গল্ফ ক্লাব এলাকা, হেস্টিংস, আনন্দপুর গড়িয়া এলাকা ও পাটুলির কিছু অঞ্চলে শিয়ালের দেখা পাওয়া যাচ্ছে।

আবার বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন রাস্তাতেও শিয়ালের দেখা মিলছে। মানুষের ভয়েই একপ্রকার ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে তারা। ইঁদুর বা ছোট পশু-পাখি ধরেও থাকে খাবারের জন্য। কোথায় কত সংখ্যায় শিয়ালের দেখা মিলছে তার হিসেবে রাখার চেষ্টাও করছেন বনকর্মীরা। কলকাতা শহর ও শহরতলীতেও ভামের সংখ্যা বেড়েছে বলে বনদপ্তর জানিয়েছে। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্জনতার জন্যই রাস্তায় শিয়াল-ভাম দেখা যাচ্ছে বলে খবর এসেছে। রাস্তা ফাঁকা থাকার জন্যই এই ধরনের প্রাণীর দেখা পাওয়া যাচ্ছে। বিষয়টির উপর নজর রাখতে বলেছি।

Related posts

Leave a Comment