dog feed by policeBreaking News Health 

অসহায় প্রাণীদের খাওয়ার জোগাতে পথে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হোটেল ও খাবারের দোকান বন্ধ। এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় রাস্তার কুকুর-বেড়ালদের। বনদপ্তর এই অসহায় প্রাণীদের খাবার জোগাতে পথে নামলো। এই প্রকল্পে আসরে নামলেন খোদ রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কলকাতা শহরতলীর বিভিন্ন থানা, ট্রাফিক গার্ডও এলাকার অসহায় কুকুরদের খাবার দিচ্ছে বলে খবর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিড়িয়াখানায় পশুদের খাদ্য মজুত করা সংক্রান্ত একটি বৈঠক হয়। ওই বৈঠকে পথ-কুকুর ও বিড়ালদের বিষয়টিও ওঠে। জেলাগুলিতেও এই উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, নারকেলডাঙা থানা থেকে রোজই শুকনো খাবার দেওয়া হচ্ছে পথ-কুকুরদের জন্য। এছাড়া রেড রোড, পার্কস্ট্রিট, ধর্মতলা, বেন্টিং স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় পথ-কুকুরদের রান্না করা খাবারও দেওয়া হচ্ছে। আবার, গড়িয়াহাট, পার্কসার্কাস, সল্টলেক, শ্যামবাজার সহ বিভিন্ন অঞ্চলে কুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত চলছে।

Related posts

Leave a Comment