messi planeBreaking News Sports 

মেসির গাল্ফস্ট্রিম-ভি জেটের জরুরি অবতরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লিওনেল মেসির বাহন। ১২ মিলিয়ান পাউন্ড যার মূল্য। ভারতীয় মুদ্রায় ১১২ কোটিরও বেশি যার দাম। গাল্ফস্ট্রিম-ভি জেটের মালিক নন এলএম-১০। বিশ্বের কোনও প্রান্তে উড়ে যাওয়ার জন্য বিলাসবহুল এই উড়ান ব্যবহার করেন লিওনেল। বিমানটি ব্যক্তিগত না হলেও মেসির বিমান বলেই পরিচিত। আর্জেন্টিনায় তৈরি হওয়া এই বিমানের লেজে মেসির জার্সি নম্বর ১০ লেখা রয়েছে। আবার সিঁড়িতে ওপর থেকে নিচে পর্যন্ত মেসি সহ তাঁর পরিবারের সদস্যদের নামও লেখা রয়েছে।

সূত্রের খবর, বিমানের ১৬টি আসন ভাঁজ করে ৮টি শয্যাও তৈরি করা যায়। শনিবার সকালে এই বিমান আর্জেন্টিনা থেকে উড়ে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাসেলস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। বিমানটি আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিতে যাচ্ছিল বলে খবর।

Related posts

Leave a Comment