অভ্যাসে পরিবর্তন আসায় হতাশ প্রাক্তন ফুটবলাররা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গত ৭-৮ বছরের অভ্যাসে পরিবর্তন আসায় অনেকটাই হতাশ প্রাক্তন ফুটবলাররা। সল্টলেকের ইই ব্লকের মিহির বসুর ড্রয়িং রুম ছিল বিশিষ্ট ফুটবলারদের আসর বসানোর স্থান। উপস্থিত থাকতেন ভাস্কর গাঙ্গুলী, মনোরঞ্জন ভট্টাচার্য, পিন্টু চৌধুরী, শঙ্করলাল চক্রবর্তী, কম্পটন দত্ত প্রমুখ নামকরা ফুটবলাররা। জমাটি আড্ডায় কেটে যেত অনেকটা সময়। দেশ-বিদেশের নানা খবরের চুলচেরা বিশ্লেষণও চলত।
এই বিপর্যস্ত পরিস্থিতিতে গত ২ সপ্তাহ ব্যাপী সেই আড্ডায় পড়েছে পূর্ণচ্ছেদ। যুক্তি-তর্ক, আলাপ-আলোচনার মাঝেই মেসি, রোনাল্ডোরা বাদ পড়তেন না। আড্ডা হারানোর সেই বেদনা নিয়ে কাটছে দিন। অতীত দিনে ফুটবলে দাপট দেখানো মিহির বসুর কথাতেই আক্ষেপের সুর। এই বিপর্যস্ত পরিস্থিতিতে কারও পক্ষেই আসা সম্ভব নয়। তাই সময় যেন আর কাটতেই চাইছে না। দমবন্ধ করা পরিস্থিতি। ভাস্কর-পিন্টুরা এলে হৈচৈ হত। মুড়ি, চপ আর চায়ের মধ্যে দিয়ে কীভাবে ৩-৪ ঘণ্টা কেটে যেত।
অন্যদিকে, পিন্টু চৌধুরীর এবিষয়ে মন্তব্য, টাটকা বাতাসের সন্ধানেই আমরা মিহিরের ফ্ল্যাটে যেতাম। ভাবের আদান-প্রদান না হলে জীবনে একঘেয়েমি আসবেই। ফুটবল ছাড়াও বিভিন্ন বিষয়ে গল্প হত। বলিউডের তিন খানের জনপ্রিয়তা কেন কমছে কিংবা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাবাদর্শ নিয়েও যে যার মতো মত প্রকাশ করত।