modi-trumpPolitics World 

করোনা রোধে ভারতের কাছে ওষুধ চাইলেন ট্রাম্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্যি। করোনার সঙ্গে লড়তে ভারতের সাহায্য চাইলো সুপার পাওয়ার আমেরিকা। এদেশের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, ম্যালেরিয়া রোগে এই ওষুধ ব্যবহার করা হয়। ইদানিং করোনা আক্রান্তদের এই ওষুধ দেওয়া হচ্ছে এবং কিছুটা কাজও হচ্ছে তাতে। তাই নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্পের এই আবদার।

উল্লেখ্য, দুই দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে শনিবার দীর্ঘক্ষণ কথা হয় টেলিফোনে। তাতেই ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইনের জন্য আবেদন রাখেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। শুধু তাই নয়, ট্রাম্প বলেছেন প্রয়োজনে তিনি নিজেও ওই ওষুধ খাবেন। টেলিফোনে উভয়ের মধ্যে কথোপকথনের পর টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকা দুই দেশ একযোগে কাজ করবে বলে আশাপ্রকাশ করেছেন ট্রাম্প।

Related posts

Leave a Comment