স্থগিত ভারতে আয়োজিত মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত করল ফিফা। ভারতে আগামী নভেম্বর মাসে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফিফার সদর দপ্তর থেকে ইমেল মারফৎ একথা জানিয়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। এই প্রসঙ্গে ফিফা জানিয়েছে, বিশ্বব্যাপী সংক্রমণের জন্য বিপর্যস্ত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মহাদেশের শীর্ষ ফুটবল আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্স আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচও।